গুয়াহাটি, ৯ নভেম্বর : মিজোরাম সীমান্তের পর এবার অসমের ভূমিতে প্রবেশ করে আগ্রাসন চালাচ্ছে নাগা দুষ্কৃতীরা। মরিয়ানির নাগাজাঙ্কায় রবিবার রাতের অন্ধকারে অসমের ভিতরে ঢুকে নাগা দুষ্কৃতীরা গুলি চালনা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মরিয়ানি জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার মরিয়ানি নিউ সোনোয়াল খণ্ড বন আধিকারিকের কার্যালয়ের অন্তর্গত দিচৈভেলি সংরক্ষিত বনাঞ্চলে নাগা বেদখলকারীর বিরুদ্ধে যোরহাট জেলা বন আধিকারিক, মরিয়ানি রাজস্ব চক্ৰ আধিকারিক, তিতাবর মহকুমা পুলিশ কর্মকর্তা এবং নাজিরা লিগিরি পুখুরি পুলিশ ফাঁড়ির উইংগ কমাণ্ডারের নেতৃত্বে অসম পুলিশের এক বৃহৎ দল বনাঞ্চলে নাগাদের বেদখল উচ্ছেদ করে৷ এরই পরিপ্রেক্ষিতে নাগা দুৰ্বৃত্তরা রাতে মরিয়ানি সীমান্তে জানখানা জানের ওপর নির্মীয়মাণ পাকা সেতু অতিক্ৰম করে এসে অসমের নাগাজাংকা চা-বাগানে প্ৰবেশ করে লাইনকে লক্ষ্য করে গুলিচালনা করে৷ খবর পেয়ে মরিয়ানির পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলেও কিছুক্ষণ পর চলে যায়৷বৰ্তমানে নাগা পুলিশের একটি বড় দল মরিয়ানির দিচৈভেলি বনাঞ্চলের মাজর জানখানা সেতুর পাশে অবস্থান করছে বলে জানা গেছে।