25 C
Guwahati
Monday, March 27, 2023
More

    মানালিতে ১০ হাজার ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম অটল টানেলের উদ্বোধন

    মানালি, অক্টোবর: মানালির রোহতাঙে ১০,০০০ ফুট উচ্চতায় বিশ্বের সব থেকে বড় অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মানালিতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান এমএ নারাভানে, হিমাচলপ্রদশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর প্রমুখ। ৯.০২ কিমি লম্বা টানেলটি মানালি থেকে লাহুল-স্পিটি উপত্যকার মধ্যে যোগাযোগ স্থাপন করবে। মানালি থেকে লেহ-র মোট দূরত্ব টানেলের জেরে কমে দাঁড়াবে ৪৬ কিলোমিটার অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় কম লাগবে। ৩.৮ মিটার চওড়া এই সুড়ঙ্গপথ।

    অটল টানেল ।

    হিমালয়ের পির পঞ্জাল রেঞ্জের উপর তৈরি এই টানেলটি তৈরি করতে সময় লেগেছে ১০ বছর।রোটাং পাসে কাজ করার সময় পাওয়া যায় বছরে মাত্র ৪ থেকে ৫ মাস। প্রবল ঠান্ডা ও বরফের জন্য বছরের বাকি সময় বন্ধই থাকে এই পথ। এই টানেল চালু হওয়ায় সারা বছরই যাতায়াত করা সম্ভব হবে মানালি-লে হাইওয়েতে। তবুও ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভূত নিদর্শন এই অটল টানেল।

    ফিতা কেটে টানেলের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    অটল টানেলের সাউথ পোর্টাল ৩ হাজার ৬০ মিটার উচ্চতায় মানালি থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত, টানেলের নর্থ পোর্টালটি লাহুল উপত্যকায় সিসু নদীর তেলিং গ্রামের নিকটে অবস্থিত। উচ্চতা ৩ হাজার ৭১ মিটার। অটল টানেল দিয়ে প্রতিদিন ৩ হাজার গাড়ি ও দেড় হাজার ট্রাক চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ী সরকার রোহতাং পাসের নীচে এই কৌশলগত সুড়ঙ্গটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। টানেলের ভিত্তি প্রস্তর স্থাপন হয় ২০০২ সালের মে মাসে।

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং