গুয়াহাটি, ২৩ মার্চ: মাদ্রাসা বন্ধ করা হলেও অসমের সংস্কৃত টোলগুলোকে বন্ধ করা হবে না। বরং ওইসব টোলগুলোকে নলবাড়ির কুমার ভাস্কর বর্মা সাংস্কৃতিক এবং প্রাচীন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হবে। লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পক্রিয়াল নিশাঙ্ক এ তথ্য জানান।
অসম সরকার দ্বারা সংস্কৃত বিশ্ববিদ্যালয় বন্ধ করা সংক্রান্ত একটি প্রশ্নের লিখিত জবাবে তিনি বলেন, শিক্ষা সংবিধান অনুসারে সংস্কৃত টোল বন্ধ করার বিষয়টি সম্পূর্ণ রাজ্য সরকারে বিষয়। অসমে এই মুহূর্তে ১০১টি সংস্কৃত বিদ্যালয় রয়েছে। রাজ্যের এইসব বিদ্যালয়গুলিকে কুমার ভাস্কর বর্মা সংস্কৃত এবং প্রাচীন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।
রাজ্যের এআইইউডিএফ সংসদ বদরুদ্দিন আজমল-এর প্রশ্নের জবাবে লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের জানানো মতে, সার্টিফিকেট, ডিপ্লোমা এবং ডিগ্রী পাঠ্যক্রমের জন্য রাজ্যের প্রান্তীয় সাংস্কৃতিক পাঠশালাগুলোকে ১ এপ্রিল ২০২২ সাল থেকে কুমার ভাস্কর বর্মা সংস্কৃতি এবং প্রাচীন অধ্যয়ন বিশ্ববিদ্যালয় নলবাড়ির সঙ্গে যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রমেশ পক্রিয়াল আরও জানান, সংস্কৃত টোলগুলিতে কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা তাদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা আগের মতোই পেয়ে থাকবেন বলে জানিয়েছে অসম সরকার। প্রসঙ্গত, রাজ্যে সরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধের প্রস্তাবে অনুমোদন জানিয়েছিল রাজ্য মন্ত্রিসভা।
আরো দেখুন : হলফনামায় তথ্য গোপন, করিমগঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ