মহাজোটের সরকার হলে ইউডিএফ-র সহমতিতেই চলবে : আমিনুল
ধুবড়ি, ৬ এপ্রিল : রাজ্যে মহাজোট সরকার হলে স্বাভাবিকভাবেই বড় শরিক কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী হবেন। তবে এআইইউডিএফ-এর কুড়িজন বিধায়ক নির্বাচিত হলে কংগ্রেসি মুখ্যমন্ত্রীকেও দলের সহমতিতেই চলতে হবে। তৃতীয় দফার প্রচারের অন্তিম লগ্নে জলেশ্বর বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ধিং-এর বিধায়ক আমিনুল ইসলাম কোনও রাখডাক না করেই এ কথা বলেন।
আমিনুল বলেন, বর্তমান রাজ্য সরকার এনআরসির কাজ অর্ধেক করে ফেলে রেখে দিয়েছে। এখন পর্যন্ত এনআরসির পরিচয়পত্র প্রদান করা হয়নি। তিনি বলেন, মহাজোটের সরকার হলে প্রথমেই প্রত্যেক ধর্মীয় সংখ্যালঘু ভারতীয়কে এনআরসির পরিচয়পত্র প্রদান করা হবে। তারপরও যদি কেউ প্রকৃত ভারতীয়কে অবৈধ বাংলাদেশীর নামে আঙ্গুল তুলে তাহলে সেই আঙুল ভেঙ্গে দেওয়ার হুমকি দেন বিধায়ক আমিনুল ইসলাম।
এআইইউডিএফ সভাপতি সাংসদ বদরুদ্দিন আজমল জলেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃতীয়বার ডঃ রেজা আমিনের হয়ে প্রচার চালান। আজমল তার ভাষণে কংগ্রেস প্রার্থী আফতাব উদ্দিন মোল্লার তীব্র সমালোচনা করে বলেন, তিনি এখন ভাঙা নোকা। তবে আজমল দৃঢ়তার সঙ্গে বলেন, রাজ্যে মহাজোটের সরকার হবে।
আরো দেখুন : প্রকৃতির বিরল সৃষ্টি, এক হাত উচ্চতার কলাগাছে নয়টি মোচা