নয়াদিল্লি, ২৫ অক্টোবরঃ বিজয়া বা দশেরার আবহে রবিবার সকালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর প্রতি একাধিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাকে পরাস্ত করার পাশাপাশি তিনি প্রসঙ্গ তুললেন সীমান্তে সৈনিকদের লড়াই নিয়েও। মোদি বলেন, ‘দেশবাসী উৎসবের আবহেও নিজেকে সংযমের মধ্যে রেখেছেন যেভাবে, তাতে স্পষ্ট যে আগামী দিনে করোনা পরাস্ত হতে বাধ্য। করোনার বিরুদ্ধে ভারতের জিত নিশ্চিত।’
উৎসবের মরশুমে গোটা দেশ যখন আনন্দে মাতোয়ারা, তখন সেনারা সীমান্তে দেশ রক্ষার কাজে ব্যস্ত। তাঁদের প্রতি সম্মান জানাতে বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানান মোদি। ৭০তম ‘মন কি বাত’-এ মোদি বলেন, ‘বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে, দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পরিবারের থেকে অনেক দূরে সীমান্তে রয়েছেন দেশের সেনারা। বছরের এই সময় বহু উৎসব পালিত হয় গোটা দেশজুড়ে। এই মরশুমে ভারতমাতার সাহসী ছেলে-মেয়েদের প্রতি সম্মান জানাতে বাড়িতে আমাদের প্রদীপ জ্বালানো উচিত।’ পাশাপাশি উৎসবের দিনে দেশি পণ্য কেনারও আবেদন জানান প্রধানমন্ত্রী। এসবের পাশাপাশি চিনের বিরুদ্ধেও তোপ দাগেন মোদি। তিনি জানান, দীপাবলিতে মাটির প্রদীপ কিনে স্থানীয় প্রদীপ নির্মাতাদের উৎসাহ দিতে হবে। অর্থাৎ চিনা আলোর সামগ্রী বয়কট করার ইঙ্গিত দেন তিনি। এর পরে খাদির পোশাক নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খাদির পোশাকের কদর বিদেশেও রয়েছে। খাদির মাস্ক তৈরি হচ্ছে, জনপ্রিয়ও হচ্ছে। জানান, গান্ধী জয়ন্তীতে দিল্লির একটি খাদির দোকান এ বছরে একদিনে ১ কোটি টাকার ব্যবসা করেছে। এই কথা বলে ‘লোকাল পে ভোকাল’ নিয়ে আওয়াজ তোলেন মোদি। নবমীর সকালে তিথি মেনেই ‘বিজয়া দশমী’র শুভেচ্ছা জানান মোদি।