হাইলাকান্দি, ১৪ জানুয়ারিঃ মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে বিজেপি কৰ্মীদের প্ৰতিবাদে উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ। ভোগালী বিহু বা মকর সংক্রান্তির আনন্দের মধ্যেই হাইলাকান্দিতে বিজেপি নেতা তথা মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে বিজেপি কৰ্মীরা প্ৰতিবাদ বিক্ষোভ করলেন।
হাইলাকান্দি জেলার কাটলিছড়া কেন্দ্রের ঘাড়মুরা গ্রামে এই ঘটনা সংগঠিত হয়েছে। উল্লেখ্য, অসম সরকারের শিক্ষা বিভাগের অধীনে হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় দীনদয়াল উপ্যাধায় মডেল কলেজ নিৰ্মাণ করার কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। পরে মহাবিদ্যালয়টি স্থাপনের জন্য জমির খোঁজ করছিল কৰ্তৃপক্ষ। অন্যদিকে ঘাড়মুরার মানুষ এই মহাবিদ্যালয়টি স্থাপনের জন্য স্থানীয় কিছু পরিত্যক্ত বনাঞ্চল চেয়ে মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যকে অবগত করেছিলেন। বন মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য এই মহাবিদ্যালয় নিৰ্মাণের জন্য বন বিভাগের উদ্যোগে জমির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।
কিন্তু কিছুদিনের মধ্যেই বেঁকে বসেন মন্ত্রী পরিমল। বন বিভাগের কোনও জমির আবণ্টন দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন। উপায়হীন হয়ে বিজেপি কৰ্মীরা রাগে- ক্ষোভে ঘাড়মুরার বিজেপির সমস্ত ব্যানারের সঙ্গে মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যের ব্যানারও ছিঁড়ে ফেলেছেন। পাশাপাশি মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত করেন। তাদের দাবি অনুযায়ী, এই দীনদয়াল উপ্যাধায় মডেল কলেজ ঘাড়মুরায় অচিরেই স্থাপন করতে হবে। অন্যথায় সেই অঞ্চলে সব বিজেপি নেতার প্ৰবেশ নিষিদ্ধ করার পাশাপাশি ২০২১-এর বিধানসভা নিৰ্বাচনে ভোট বয়কট করারও হুংকার প্ৰদান করে।
আরো দেখুন : স্বামীজির আর্দশে দেশ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান সুস্মিতার