রামকৃষ্ণনগর, ১১ ফেব্রুয়ারি : দলীয় প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ। ঘটনাটি ঘটেছে বুধবার, রাতাবাড়ি ৯নং ওয়ার্ডের তাপাদার টিলায়। এদিন এলাকায় প্রবেশ করার পর স্থানীয়দের একাংশের তোপের মুখে পড়েন সিদ্দেক। লকডাউন পর্বে তিনি কোথায় ছিলেন, এই প্রশ্ন উত্থাপন করলে প্রাক্তন মন্ত্রীর সঙ্গীরা এর প্রতিবাদ জানান। আর এতেই উত্তেজনা দেখা দেয়। এক সময় উভয় পক্ষ দা লাঠি নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়েন। সেসময় একাংশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হস্তক্ষেপে মারপিট বেশিদূর গড়ায়নি।
এ ঘটনার পর অবশ্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে কংগ্রেস। তাদের দাবি, অপ্রীতিকর ঘটনাটি আদপে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদকে কেন্দ্র করে নয়। রাতাবাড়ি জিপির মণ্ডল কংগ্রেস সভাপতি আব্দুল মতিন তালুকদার এবং ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সদস্য ফয়জুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। সিদ্দেকের সঙ্গে মণ্ডল সভাপতির সেখানে উপস্থিতি নিয়েই বিবাদের সূত্রপাত।
উল্লেখ্য, একুশের নির্বাচনকে সামনে রেখে ময়দানে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছেন সিদ্দেক আহমেদ। বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করছেন। তবে লকডাউন পর্বে তাঁর ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার ঘটেছে।
আরো দেখুন : অসম পুলিশের ডিএসপি পদে নিয়োগ পেলেন হিমা দাস