শিলচর, ২০ জানুয়ারি: ভাষা বিদ্বেষ প্রশ্নে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে বরাক উপত্যকায়। এই অভিযোগ করেছেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল। তিনি বলেন, বরাক-ব্রহ্মপুত্রের মধ্যে সমন্বয় গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সেই জায়গায় সম্প্রতি বিজেপি সভাপতি নাড্ডার শিলচর সফরে উচ্চারণগত সমস্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল।এরকম চললে মুখ্যমন্ত্রীর বরাক-ব্রহ্মপুত্র সেতুবন্ধনের উদ্যোগ মুখ থুবড়ে পড়বে। এক্ষেত্রে মানসিকতার পরিবর্তন হওয়া উচিত বলে মনে করেন দিলীপ।
দাঙ্গা ইস্যুতে পরিসংখ্যান তুলে কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন, রাজ্যে ৫৬ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। তাদের কার্যকালেই জাতি, ধর্ম, ভাষা বিদ্বেষ এবং গোষ্ঠী সংঘর্ষ সংঘটিত হয়েছে। বিপরীতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরিচালিত বিজেপি সরকারের সাড়ে চার বছরে রাজ্যে একটিও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এরপরও অসমীয়া-বাঙালি বিভেদ সৃষ্টির জন্য এই উপত্যকায় মাথাচাড়া দিয়েছে একটি চক্র। বিধায়ক তহবিল থেকে বরাদ্দ ৩ লক্ষ ৪০ হাজার ব্যয়ে শিবকলোনি প্রাইমারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। এদিন ফিতা কেটে এর উদ্বোধন করেন দিলীপ। তিনি বলেন, কংগ্রেসের ব্যর্থতার জন্য সরকারি স্কুলগুলোর এই হাল। তবে আশার কথা, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। কারণ, শিশুরা-ই দেশের ভবিষ্যৎ। উপস্থিত এলাকাবাসীকে তিনি এ-ও বলেন, একজন দক্ষ এবং সৎ ব্যক্তিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন আপনারাই। ফলে শিক্ষাক্ষেত্রে তো বটেই, সব খাতেই এসেছে উন্নয়নের জোয়ার। সর্বাঙ্গীণ উন্নয়নের পথে হাঁটছে অসম।
স্কুলের পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, ৩ লক্ষ ৪০ হাজার টাকায় যেটুকু কাজ হয়েছে, কংগ্রেস আমলে অন্তত দশ লক্ষ টাকায়ও সেটা হত না। স্কুলে এরপরও পানীয় জল, ড্রেনেজ, জমা জল ইত্যাদি বহু সমস্যা রয়ে গিয়েছে। রয়েছে শ্রেণি কক্ষ বাড়ানোর দায়িত্ব। আড়াই মাস পর নির্বাচন। রাজ্যে ফের ক্ষমতায় আসছে বিজেপি। ফলে অতিরিক্ত অর্থ মঞ্জুর করার মাধ্যমে অবশিষ্ট কাজও শেষ করা হবে। এদিন স্কুলে দশ জোড়া ডেক্স-বেঞ্চ প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি। এর আগে এলাকার জয়দূর্গা কলোনিতে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ড্রেনের উদ্বোধন করেন তিনি। ১০ নম্বর ওয়ার্ডের নাগা কলোনিতে তিন লক্ষ টাকা বরাদ্দে সিসি ব্লক রাস্তার কাজের শিলান্যাস করেন। এদিনের সভায় বিবেক আচার্যের স্বাগত বক্তব্যের পর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিজেপির নিউ শিলচর মন্ডল সভাপতি দুলাল দাস, মধ্য শহর মন্ডল সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, বিজেপি নেতা নীরেণ পাল, স্কুলের শিক্ষিকা শ্রাবনী সিনহা, স্থানীয় সমাজসেবী রাজা ধর প্রমুখ।
আরো দেখুন : সরকারি নিযুক্তিতে বঞ্চনা ও সহযোগী ভাষা ইস্যুতে সরব কংগ্রেস