মুম্বই, ২৩ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিই কাল হল রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীর জন্য। বাতিল হয়ে গেল জামিনের শুনানি।বুধবার বোম্বে হাইকোর্টে রিয়া-সৌভিকের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বাণিজ্য নগরীতে প্রবল বৃষ্টির ফলে শুনানি বাতিল হয়ে যায়। ফলে বুধবারও বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়াকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের ঘটনায় মাদক যোগ থাকার জন্য গ্রেফতার করা হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার শেষ হয়েছিল রিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ। কিন্তু এখনই ছাড়া পাচ্ছেন না তিনি। বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ বেড়ে যায় আগামী ৬ অক্টোবর পর্যন্ত।এর মধ্যেই তিনি জামিনের আবেদন করেন। কিন্তু প্রবল বৃষ্টির জন্য এদিন আদালতের শুনানি বাতিল হয়ে যায়।