নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ান ঘোরতর অসুস্থ। গত ২৩ আগস্ট থেকে দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রুটিন চেকআপের জন্যই ফর্টিসে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন রামবিলাস। সেই মতো চিকিৎসাও চলছে দীর্ঘ সময় ধরে। বর্তমানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি।তাঁর অনুপস্থিতিতে দলীয় সভাপতির ভূমিকায় থাকা ছেলে চিরাগ পাসওয়ান দলের যাবতীয় কাজ দেখছেন। সোমবার এক চিঠিতে লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ান জানান, তাঁর বাবা আইসিইউ-তে ভর্তি আছেন।তাই এই পরিস্থিতিতে দিল্লি ছাড়তে পারছেন না তিনি। উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন। রামবিলাসের অনুপস্থিতিতে নির্বাচনের সব কাজকর্ম স্থগিত রয়েছে।
সম্প্রতি রামবিলাস বলেছেন, দলের ব্যাপারে ছেলে চিরাগ পাসওয়ান যা যা সিদ্ধান্ত নেবে তাতে তাঁর পূর্ণ সম্মতি রয়েছে। মোদি সরকারের সবথেকে প্রবীণ মন্ত্রী হলেন রামবিলাস পাসওয়ান। গত বছর থেকে দলের দায়িত্ব তিনি ছেলে চিরাগের হাতে অর্পণ করেছেন।তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন লোক জনশক্তি পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।