শিলচর, ১৮ ফেব্রুয়ারি : রাজ্যে ধর্মীয় বিভাজনের রাজনীতি চলছে। এই সাম্প্রদায়িক রাজনীতির মূল কারিগর বিজেপি, বলেছেন অসম জাতীয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি লুরিনজ্যোতি গগৈ। বুধবার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের উজান তারাপুরে আয়োজিত জনসভায় তিনি বলেন, হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টি করে গদি দখলে রাখতে গিয়ে উন্নয়নের কথা বেমালুম ভুলে গেছে বিজেপি সরকার। এ প্রসঙ্গে নামোল্লেখ না করেও এদিন তিনি মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে নিশানায় রেখে গেরুয়া দলের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। লুরিনজ্যোতি বলেন, রাজ্যে ৬৫ শতাংশ হিন্দু ভোটের তুলনায় মুসলিম ভোট মাত্র ৩৫ শতাংশ বলেও বক্তব্য রেখেছেন প্রদেশ বিজেপির এক শীর্ষনেতা। যা দেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কাঠামোর পরিপন্থী।
উজান তারাপুরে নির্বাচনের প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে লুরিনজ্যোতি এ-ও বলেন, বিজেপি সরকার উন্নয়নের রাজনীতি করছে না, তারা শুধু সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিঁকে থাকতে চায়। তিনি বলেন, অসমের জনগণের স্বার্থ আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে অসম জাতীয় পরিষদ দল। এই দল অসমবাসীর অধিকার সুনিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তাঁর কথায়, একশ শতাংশ অসমবাসীর কণ্ঠ এজেপি হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারীদের বিপক্ষে ঐক্য সংহতি রক্ষার তাগিদ থেকেই জন্ম নিয়েছে। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিজেপি উভয় দলকে কড়া ভাষায় আক্রমণ করেন লুরিনজ্যোতি গগৈ। দুটি দলের দীর্ঘ শাসনে বরাক ব্রহ্মপুত্রের দূরত্ব দূর হয়নি বলে বহু উদাহরণ তুলে ধরেন তিনি। বলেন, বরাক ব্রহ্মপুত্রের দূরত্ব দূর করতে অসম জাতীয় পরিষদ দল সংকল্প গ্রহণ করেছে।
আরো দেখুন : কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি, জানালেন সতু