বিধিভঙ্গ : হাইলাকান্দিতে নির্দল প্রার্থীকে শোকজ নির্বাচন কমিশনের
হাইলাকান্দি, ১৫ মার্চ : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে হাইলাকান্দিতে আলগাপুরের নির্দল প্রার্থী বদরুল ইসলাম বড়ভুইয়াকে শোকজ করল নির্বাচন কমিশন। গত ১২ মার্চ নির্বাচনী এমসিসি সেলের ভারপ্রাপ্ত আধিকারিক তথা জেলা উন্নয়ন আয়ুক্ত রঞ্জিতকুমার লস্কর আলগাপুরের নির্দল প্রার্থী বদরুল ইসলামের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে তার বিরুদ্ধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আলগাপুর বিধানসভা কেন্দ্রের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে আসার সময় জানকীবাজার এলাকায় আগাম অনুমতি ছাড়া অধিক হারে বাহন, পোস্টার, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার করা হয়েছে।যার ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এজন্য চিপরসাঙ্গন এলাকার বাসিন্দা আলগাপুরের নির্দল প্রার্থী বদরুল ইসলামের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
আরো দেখুন : রাজ্যে বিজেপি লড়ছে ৯২ আসনে, ৩৪ আসনে শরিকরা