কোকরাঝাড়, ২৪ ডিসেম্বরঃ অবশেষে প্রত্যাশিত জয় পেলেন বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের (বিটিসি) সদ্য নির্বাচিত সিইএম প্রমোদ বড়ো। বৃহস্পতিবার বিটিসি-র আস্থাভোটে জয়লাভ করলেন তিনি। সেইসঙ্গে জোর ধাক্কা খেলেন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি। মোট ২২টি ভোট পেয়েছেন প্রমোদ বড়ো। ৪০ আসনের বিটিসি দখল করতে বিজেপি-এউপিপিএল এবং জিএসপি জোট গড়ে ক্ষমতায় আসে। কিন্তু সেই ফলকে চ্যালেঞ্জ জানিয়ে গৌহাটি হাইকোর্টে আপিল করেন বিপিএফ প্রধান হাগ্রামা। যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে বৃহস্পতিবার আস্থাভোট ডাকা হয়।
আরো দেখুন : রান্নার গ্যাসে ১০০ টাকা দাম বাড়লেও ভর্তুকি বাড়েনি, তুলে দেওয়ার পথে মোদি সরকার!