25 C
Guwahati
Saturday, April 1, 2023
More

    বিজেপি বাঙালি বিরোধী দল, বড়োল্যান্ড নির্বাচনে প্রতিহত করার আহ্বান প্রদীপ দত্তরায়ের

    শিলচর, ১৯ নভেম্বর: বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী দল। আসন্ন বড়োল্যান্ড নির্বাচনে বিজেপিকে প্রতিহত করতে বড়োল্যান্ডের সমস্ত বাঙালির প্রতি আহ্বান জানিয়েছেন আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী প্রদীপ দত্তরায়। বুধবার তিনি এক বিবৃতিতে জানান, বাঙালিদের সঙ্গে বড়োদের একটা সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা আজকের নয়। ১৯৮৭ সালে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলাকালীন বড়োল্যান্ডের ছাত্রনেতা উপেন ব্রহ্মের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল আকসার । সেই সময় যৌথ সিদ্ধান্ত হয়েছিল আকসা বড়োল্যান্ড কাউন্সিলকে সমর্থন করবে আর তারা বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনে সমর্থন জানাবে । সেই অনুযায়ী কাজ হয়েছিল ।এরপর থেকে উপেন ব্রহ্মের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে । আর সেই থেকে বড়োল্যান্ডের বাঙালিরা নিরাপদে বসবাস করে আসছেন । আজ পর্যন্ত বড়োল্যান্ড কোনও বাঙালি হেনস্থা বা অত্যাচারিত হয়েছে তার কোনও খবর পাওয়া যায়নি ।

    আসন্ন বিটিসি নির্বাচনে বড়ো ভোটাররা যাতে একটি ভোটও বিজেপিকে দিয়ে নষ্ট না করেন সেই আহ্বান জানিয়েছেন দত্তরায়।তিনি বড়ো ভুমিতে যে স্থানীয় দল রয়েছে তাদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দত্তরায় বলেন, বিজেপির চক্রান্ত করে গোটা বড়োল্যান্ড দখল করতে চাইছে । তারা জাতীয় মূল স্রোতের সঙ্গে বড়োল্যান্ড এলাকার অস্তিত্ব বিনষ্ট করতে চাইছে । তাই বড়োদের এখন সাবধান হওয়ার সময় এসেছে । তাই কোনও অবস্থায় বিজেপিকে একটি ভোটও নয় । কারণ হিসেবে তিনি বলেন, বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী দল । সেটা বারবার প্রমাণিত হয়েছে । আসাম সরকার বাঙালিদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে ।বরাক উপত্যকায়  ১৯৬১ সালে ভাষা আন্দোলনে যে ১১ জন শহিদ হয়েছিলেন তাদের স্মৃতিতে ভাষাশহিদ স্টেশন নামাকরণ এর জন্য কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দেওয়ার পরও রাজ্য সরকার তা আটকে দিয়েছে ।

    নিজের ঘরে প্রদীপ দত্তরায়।

    তিনি আরও জানান, কোনও বাঙালির আজ সরকারি চাকরি হচ্ছে না । সম্প্রতি ৫ হাজার টেট শিক্ষক নিযুক্ত হয়েছে, বরাক উপত্যকা থেকে পেয়েছে মাত্র ২৫ জন । স্বাস্থ্য বিভাগে ৩০০ জন নার্স নিযুক্ত হয়েছে, বরাক উপত্যকা থেকে একজনও পায়নি । কৃষি বিভাগের ১৬৭ জন নিযুক্ত হয়েছে বরাকের একজনও পায়নি । বিজেপি সরকারের আমলে বাঙালিদের সঙ্গে বঞ্চনার ইতিহাস সৃষ্টি হয়ে গেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবেন । কিন্তু ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া তো দূরের কথা কেন্দ্রীয় সরকারের টাকায় অসমে আরও নতুন নতুন ডিটেনশন ক্যাম্প গড়ে উঠছে ।এছাড়া প্রতিশ্রুতি দিয়েছিলেন অসমের দুটি পেপার মিল চালু করে দেবেন, কিন্তু আজও তা চালু হয়নি । অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন মহাসড়কের কাজ আজ পর্যন্ত শেষ হয়নি । বিভিন্নভাবে বাঙালিদের সঙ্গে বঞ্চনা করে যাচ্ছে বিজেপি । তাই বড়োল্যান্ড এলাকার সমস্ত বাঙালিদের কাছে প্রদীপ দত্তরায় অনুরোধ জানান, বিজেপিকে যে কোনও মূল্যে প্রতিহত করতে হবে।

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং