বিকাশের নগ্ন চিত্র : অসমে স্কুলছুটের সংখ্যা ভারতের মধ্যে দ্বিতীয়
গুয়াহাটি, ২৩ মার্চ : অসমের স্কুলছুটের সংখ্যা বাড়ছে। দেশের মধ্যে এ রাজ্যের অবস্থান দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ। লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এ কথা জানিয়েছেন। এক সাংসদের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৮-১৯ সালের হিসেব অনুযায়ী অসমের প্রাথমিক স্তরে ৩.১ শতাংশ, উচ্চ প্রাথমিক স্তরে ১.৯ শতাংশ, মাধ্যমিক স্তরে ৩১.৫ শতাংশ। যা সর্বভারতীয় স্তরের যথাক্রমে ৪.৫ শতাংশ, ৪.৭ শতাংশ, ১৭.৯ শতাংশ। অরুণাচল প্রদেশে কেবল মাত্র মাধ্যমিক স্তরে স্কুল ছুটের সংখ্যা ৩৬.০ শতাংশ।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী জানান, দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ গ্রামীণ অঞ্চলগুলোতে স্কুলছুট ছাত্রদের সংখ্যা কম করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে। মিড ডে মিল, আবাসিক বিদ্যালয় স্থাপন, বিনামূল্যে ড্রেস, বিনামূল্যে পাঠ্যপুস্তক, পরিবহন ভাতা ইত্যাদির ব্যবস্থা করা হয়।
আরো দেখুন : সঙ্গীত শিল্পী আনন্দময়ী ভট্টাচার্য প্রয়াত, শোকস্তব্ধ সংস্কৃতি মহল