নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : দীর্ঘ ২৮ বছর পর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হল বুধবার। এই মামলায় অভিযুক্তের তালিকায় ছিলেন বর্ষীয়াণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, উমা ভারতীর মতো একাধিক হেভিওয়েট নেতা সহ মোট ৩২ জনের নাম। এদিন ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত জানিয়েছে, তাণ্ডবের ঘটনা আচমকা ঘটে গিয়েছে। পূর্ব-পরিকল্পিত ছিল না। মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে অভিযুক্তদের বেকসুর খালাস করে দিল বিশেষ আদালত।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর একদল উন্মত্ত জনতার হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল বাবরি মসজিদ। এই ঘটনার জেরে সারা দেশজুড়ে শুরু হয় সাম্প্রদায়িক হিংসা। এতে মৃত্যু হয়েছিল ১,৮০০ জনের। ২৮ বছর পর এই ঘটনার ঐতিহাসিক রায় ঘোষণা করল লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে। ফলে বাকি ৩২ জনের ভাগ্য নির্ধারিত হয় এদিন। এর আগে বলা হয়েছিল রায় ঘোষণার সময় সকল অভিযুক্তকে আদালতে উপস্থিত থাকতে হবে। তবে বুধবার আদালতে উপস্থিত ছিলেন না লালকৃষ্ণ আডবানী এবং মুরলী মনোহর জোশীরা। কোভিড পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার জন্যই সকল অভিযুক্ত আদালতে উপস্থিত থাকতে পারেননি।অবশ্য আগেই আদালতে উপস্থিত হয়ে মামলা থেকে রেহাই চেয়ে আর্জি জানিয়েছিলেন ৯২ বছরের আডবানী এবং ৮৬ বছরের জোশী।