শিলচর, ২০ ডিসেম্বর : বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এক বিবৃতিতে আমরা বাঙালির সচিব সাধন পুরকায়স্থ জানিয়েছেন, আগরতলায় সংস্থার শিবনগরস্থিত কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয় শনিবার সকাল সাড়ে ১০টায়। মঞ্চে প্রথমে প্রাউট প্রবক্তা প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করেন সভানেত্রী দীপ্তিরানি নন্দী মজুমদার। প্রদীপ প্রজ্জ্বলন করেন আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল।
বাঙালির গণসংগীত পরিবেশন করেন স্পান্দনিক গোষ্ঠীর সদস্যরা। সভায় বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সহ ত্রিপুরা রাজ্যে মহিলাদের উপর ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ, বঞ্চনা ও অবিচার ইত্যাদি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়। নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয় আলোচনা করতে গিয়ে গ্রামস্তর পর্যন্ত সংগঠন বিস্তার করার জন্য আলোচনা করেন। বক্তব্য রাখেন সীমন্তি দেব, গীতাঞ্জলি দাস, সুপর্ণা মজুমদার রায়, নিবেদিতা দেবনাথ, মৌসুমী রায়, শিবাণী বিশ্বাস, শতাব্দী সরকার প্রমুখ। সন্মেলন শেষে সীমন্তি দেবের নেতৃত্বে একটি ১৯ জনের ত্রিপুরার রাজ্য বাঙালি মহিলা সমাজের পূর্ণগঠিত কমিটি গঠন করা হয়। শেষে মহিলা সমাজের বিভিন্ন অধিকারের দাবি নিয়ে একটি সুসজ্জিত মিছিল আগরতলা শহর পরিক্রমা করে।
আরো দেখুন : টোল প্লাজা মুক্ত হবে ভারত, জানালেন গাড়কাড়ি