শিলচর, ১২ জানুয়ারিঃ সোনাইয়ে সচেতনতা সভা র মাধ্যমে বরাক সফর শুরু করলেন লাওস দেশের বিশিষ্ট শিল্পপতি তথা বরাক উপত্যকার আদি বাসিন্দা হাবিব মহম্মদ চৌধুরী। মঙ্গলবার বিকেল দুটো নাগাদ হেলিকপ্টার যোগে সোনাই এনজি স্কুল ময়দানে আসেন হাবিব। এদিন স্থানীয় বেশকিছু সংস্থা-সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে এক সচেতনতা সভা য় বক্তব্য রাখেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের জীবনের কঠোর সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার ওপর জোর দেন তিনি। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের আত্মনির্ভরশীল হতে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানান। তিনি বলেন, কিছু সংখ্যক ধর্মীয় নেতা মুসলিম সমাজকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছেন। তার জন্য দিন দিন পিছিয়ে যাচ্ছে মুসলিম সমাজ।এসব ধর্মীয় নেতাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোনাই সামাজিক বিকাশ পরিষদ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথমে হাবিব চৌধুরীকে বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে সংবর্ধনা জানানো হয়। তার কর্মজীবনের সংগ্রামী জীবন তুলে ধরে প্রশংসা করেন অনেকেই।
আরো দেখুন : শিলচরে দিনে দুপুরে যুবতীর হাত থেকে ৩ লক্ষ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা