শিলচর, ১৭আগস্ট : বরাক উপত্যকায় প্রথমবারের মতো শুরু হয়েছে কেজ কালচার সিস্টেম। মুখ্যমন্ত্রী গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় কাছাড় জেলার আলগাপুরে মৎস্য বিভাগের উদ্যোগে চালু হয়েছে প্রকল্পটি। কাছাড় জেলা মৎস্য বিভাগের প্রচেষ্টায় শুরু হওয়া এই কেজ কালচার সিস্টেম আসলে হচ্ছে বিশেষ পদ্ধতিতে মৎস পালন।নদীর মাঝখানে অত্যাধুনিক এই পদ্ধতি অবলম্বন করে মৎস পালন করা হয়ে থাকে । বরাক উপত্যকায় এবারই প্রথম এই পদ্ধতিতে মৎস পালন শুরু হল। বর্তমানে এ পদ্ধতি অবলম্বন করে বহু প্রজাতির মৎস্য পালন শুরু হয়েছে। গত জানুয়ারি মাসে এক লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ সরকারি এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। বর্তমানে প্রকল্পটির কাজ সম্পূর্ণ হওয়ার পর মৎস পালন শুরু করেছে আলগাপুর ফিশারিজ ডেভেলপমেন্ট সোসাইটি।