26 C
Guwahati
Sunday, April 2, 2023
More

    বরাকে তরুণ গগৈর চিতাভস্ম বিসর্জন ৬ই, আসছেন পুত্র গৌরব

    শিলচর, ৩১ ডিসেম্বর: বরাক উপত্যকায় এসে পৌঁছালো প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চিতাভস্ম।গত ২৬ ডিসেম্বর বরাক উপত্যকার তিন জেলার জন্য তিনটি কলসে করে শিলচরে আনা হয় চিতাভস্ম। এরপর হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা কংগ্রেসের জন্য নির্ধারিত কলস দুটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সমঝে দেওয়া হয়  সেই জেলার দলীয় নেতৃবৃন্দের কাছে। কংগ্রেস কর্মকর্তা সঞ্জীব রায় জানিয়েছেন, চিতাভস্ম নদীতে বিসর্জনের জন্য আসছেন তরুণ গগৈ এর পুত্র সাংসদ গৌরব গগৈ। আগামী ৬ জানুয়ারি গৌরব গগৈর শিলচরে আসার কথা। ওইদিন শিলচরে বরাক নদীতে চিতা ভস্ম বিসর্জনের পরদিন করিমগঞ্জে গিয়ে তিনি একইভাবে কুশিয়ারা নদীতে বিসর্জন দেবেন চিতাভষ্ম। এরপর পরদিন ৮ জানুয়ারি হাইলাকান্দিতে ধলেশ্বরী নদীতে তার চিতাভস্ম বিসর্জন দেওয়ার কথা রয়েছে।

    আরো দেখুন : ভাষা শহিদ স্টেশন নামকরণে সরকারের আপত্তি কেন? সোচ্চার বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং