শিলচর, ৪ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের সাত আসনের প্রার্থী সহ ২৮টি কেন্দ্রের প্রার্থীর তালিকা ঘোষণা করল এসইউসিআই(সি)। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস তালিকা ঘোষণা করে প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করা এবং বামপন্থী ভাবাদর্শের ভিত্তিতে জনগণের বেঁচে থাকার দাবিতে আন্দোলন শক্তিশালী করার স্বার্থে এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
এসইউসিআই (সি) দলের ২৮টি কেন্দ্রের প্রার্থীরা হলেন
গোয়ালপাড়া পূর্ব – চিত্রলেখা, দাস,
জলেশ্বর – ওসমান গনী মোল্লা,
গোয়ালপাড়া পশ্চিম – মহিবুল ইসলাম,
দক্ষিণ শালমারা- আব্দুল সবুর,
মানকাছড় – সহিদুর আলম,
ধর্মপুর – প্রমোদ ভাগবতি,
নলবাড়ি – কেনেডি ( কুশল ) পেগু,
কলাইগাঁও – জিতেন্দ্র চলিয়া,
পানেরী – স্বর্ণলতা চলিহা,
সিপাঝাড়- পাহী বড়ুয়া,
তেজপুর – নয়নমনি চৌধুরী,
নাওবৈচা – অনুপম চুতিয়া,
লক্ষীমপুর – বিরিঞ্চি পেগু,
ডাকুয়াখানা – যুথিকা দলে,
ধেমাজি – হেমকান্ত মিরি,
নাহরকাটিয়া – মহেন্দ্র ধাদুমিয়া,
বহরমপুর – সোনারাম বরা,
কমলপুর – শিশির কাকতি,
সরুখেত্রি – হালিমা খাতুন,
মাজুলি – ভাইটি রাইসং,
শিলচর – দুলালী গাঙ্গুলি,
সোনাই – অঞ্জন চন্দ,
ধলাই- গৌর চন্দ্র দাস,
হাইলাকান্দি – সুশীল পাল,
উত্তর করিমগঞ্জ – সুজিত পাল,
পাথারকান্দি – বুলু চন্দ,
রাতাবাড়ি – সঞ্চিতা শুক্ল
ধুবুরি – হাবিবুর রহমান।
আরো দেখুন : বিতর্কিত শিক্ষকের অপসারণ চেয়ে টানা আন্দোলনে কাছাড় কলেজের কর্মীরা