শিলচর, ১৪ ডিসেম্বরঃ উপযুক্ত চিকিৎসার অভাবে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল দলছুট অসুস্থ বুনো হাতিটি। রবিবার রাতেই হাতিটি মারা যায় বলে জানা গেছে। গত এক মাস ধরে অসুস্থ হয়ে পাথারকান্দি চা বাগান এলাকায় বিচরণ করছিল। খাবারের সন্ধানে লোকালয়ে নেমে বুনো হাতিটি বেশ কিছু ক্ষতিও করেছে। দলছুট অসুস্থ হাতির চিকিৎসার জন্য শুধু স্থানীয়রা নয় খোদ বিধায়কও আর্জি জানিয়ে ব্যর্থ হন। কর্ণপাত করেনি বন বিভাগের উর্ধ্বন কর্তৃপক্ষ।

বুনো হাতিটি গত শুক্রবার পুতনি চা বাগানে এক যুবককে মেরে ফেলার পর বন বিভাগের অবহেলার কথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রকাশ্যে আনলে টনক নড়ে তাদের। শনিবার থেকে শুরু হয় চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোমবার পাথারকান্দি বন বিভাগের পক্ষে বিভিন্ন কর্তাদের উপস্থিতিতে এক্সেবেটর লাগিয়ে চাম্পাবাড়ির পাহাড়ে গর্ত করে মর্য্যাদায় লাল কাপড়ে মৃত হাতিটিকে মুড়িয়ে লবন সহ সমাধি দেওয়া হয়।