বন্ধ কাগজ কলের জমি বেহাত হওয়ার শঙ্কা, নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
হাইলাকান্দি, ২৬ মে : সরকারের উদাসীনতায় দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে রয়েছে পাঁচগ্রামের কাছাড় কাগজ কল। এবার এই শিল্প প্রতিষ্ঠানের জমি বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাগজ কল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হিন্দুস্তান পেপার কর্পোরেশনের স্থানীয় প্রতিনিধি অরিন্দম রায় এক ই-মেইল বার্তায় জমি দখলের আশঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গোটা পরিস্থিতি পর্যালোচনা করে হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে পাঁচগ্রামের কাছাড় কাগজ কলের জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। সেই সঙ্গে কাগজ কলের জমিতে কোনও ব্যক্তির প্রবেশ এবং চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। কাগজ কলের নির্ধারিত জমি বেদখল হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা হিন্দুস্তান পেপার কর্পোরেশনের এই জমিটি সংরক্ষণের জন্য মঙ্গলবার ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে আদেশ জারি করেছেন । এতে বলা হয়েছে যে এই জমির অভ্যন্তরে কোনও ব্যক্তি প্রবেশ করতে পারবেন না এবং চলাচলও করতে পারবেন না।
উল্লেখ্য, পাঁচগ্রামের কাছাড় কাগজ কলটির উৎপাদন দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এই আদেশে কাগজ কলটির জমির অবস্থান অক্ষুন্ন রাখতে পুলিশকে বলা হয়েছে।
আরো দেখুন : নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার, সুইসাইড নোটের ভিত্তিতে কাঠগড়ায় বাড়ি মালিক!