23 C
Guwahati
Tuesday, March 21, 2023
More

    ফের যোগীই দেশের সেরা মুখ্যমন্ত্রী, মুড অব দ্য নেশন সমীক্ষা

    নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : ফের ভারতের সেরা মুখ্যমন্ত্রীর তকমা ছিনিয়ে নিলেন যোগী আদিত্যনাথ। এই নিয়ে টানা চারবার সেরার শীর্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গো বলয়ের এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেরা পারফর্মার হিসাবে শীর্ষ স্থান দখল করেছেন। মুড অফ দা নেশন জানুয়ারি ২০২১ সমীক্ষায় দেখা গিয়েছে মোট ভোটের ২৫ শতাংশ পেয়েছেন যোগী আদিত্যনাথ। হাথরাস গণধর্ষণ বা ‘লাভ জিহাদ’ বিরোধী আইন নিয়ে সমালোচিত হলেও তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। বরং তাঁর গত আগস্টের পর অ্যাপ্রুভাল রেটিং বেড়েছে ১ পয়েন্ট।

    সমীক্ষা বলছে, আদিত্যনাথের লাভ জিহাদ বিরোধী আইনকে সমর্থন জানিয়েছেন ৫৪ শতাংশ মানুষ। অন্যদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মোট ভোটের ১৪ শতাংশ পেয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। চতুর্থ স্থানে রয়েছে চতুর্থবারের জন্য বিহারের মসনদে বসা নীতীশ কুমার। তিনি পেয়েছে ৬ শতাংশ ভোট। পঞ্চম স্থানে রয়েছেন জগনমোহন রেড্ডি। রাজ্যস্তরে ৫১ শতাংশ ভোট নিয়ে সেরা মুখ্যমন্ত্রীর তকমা পয়েছেন নবীন পট্টনায়েক। ৪১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর পর রয়েছে যোগী আদিত্যনাথ (৩৯ শতাংশ), মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে (৩৫ শতাংশ) এবং তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও (৩৫ শতাংশ)।

    আরো দেখুন : ভুয়ো টিআরপির জন্য ১২ হাজার ডলার ঘুষ দেন অর্ণব!

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং