প্ৰকৃতিৰ রুদ্ররূপ! পর পর চারবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম
প্ৰকৃতির রুদ্ররূপ। এক রাতে পর পর চারবার ভূমিকম্পে কেঁপে ওঠে সমগ্ৰ রাজ্য। রবিবার রাতে প্ৰথমবার কম্পন অনুভূত হয় ১১.২ টায়। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ২.৬। এই ভূমিকম্পের অভিকেন্দ্ৰ ছিল তেজপুর।
১১.১০টায় দ্বিতীয়বার রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। এর প্ৰাবল্য ছিল ২.৯। অভিকেন্দ্ৰ ছিল শোণিতপুর। রাত ১২টা ২৬ মিনিটে ফের কেঁপে ওঠে রাজ্য। এই ভূমিকম্পে প্ৰাবল্য ছিল ২.৮ এবং এর অভিকেন্দ্ৰ ছিল ওদালগুড়ি।
রবিবার রাত ১.২৩ মিনিটে ২.৭ প্ৰাবল্যে চতুর্থবারের মতো কেঁপে ওঠে রাজ্য। এর অভিকেন্দ্ৰ ছিল মরিগাঁও। এভাবে পর পর কম তীব্রতার ভুমিকম্পের ফলে ফের বড় ধরনের কম্পনের শঙ্কা দেখা দিয়েছে জনমনে। এতে রাজ্যবাসীর মনে ত্রাসের সৃষ্টি হয়েছে।
আরো দেখুন : ক্ষমতায় ফের বিজেপি, অঙ্ক না মেলায় ধরাশায়ী বহু রথী মহারথী