33 C
Guwahati
Wednesday, September 28, 2022
More

  প্রাণঘাতী করোনায় ৮ দিন পর প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবীও

  প্রাণঘাতী করোনায় ৮ দিন পর প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবীও

  কলকাতা, ২৯ এপ্রিলঃ কবি শঙ্খ ঘোষ গত ২১ এপ্রিল প্রয়াত হন। করোনায় আক্রান্ত হয়েই মারা যান তিনি। এবার চলে গেলেন শঙ্খ-জায়া প্রতিমা ঘোষও। কবির মৃত্যুর ঠিক ৮ দিন পর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় কবিপত্নির। বয়স হয়েছিল ৮৯ বছর। তিনিও করোনা আক্রান্ত ছিলেন। বাড়িতে কোয়ারেন্টিনে থেকে করাচ্ছিলেন চিকিৎসা। কিন্তু সেরে উঠতে পারলেন না।

  জানা গেছে, গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে। একইসঙ্গে আক্রান্ত হন স্ত্রী প্রতিমা দেবীও। হাসপাতালে যেতে চাননি। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল দু’‌জনের। শঙ্খবাবুর মৃত্যুর পর থেকেই প্রতিমাদেবীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। মানসিকভাবে এমনিতেই বিপর্যস্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর ৫ টায় মৃত্যু হয় তাঁর।

  প্রতিমা দেবী ছিলেন বিদ্যাসাগর কলেজের অধ্যাপক। তাঁর দুটি বইয়ের নাম- ‘আপনজন’ এবং ‘নয় বোনের বাড়ি’। জলপাইগুড়িতে জন্ম প্রতিমা ঘোষের। কলেজ জীবন থেকেই পরিচয় কবির সঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। দীর্ঘ প্রায় ৬৫ বছরের বৈবাহিক জীবন ছিল শঙ্খ ঘোষ ও প্রতিমার। এবার তাঁর মৃত্যুর মধ্য দিয়ে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল।

  আরো দেখুন : ঢোক গিললেন মোদি! করোনা পরিস্থিতিতে এবার চিনের সাহায্যও নেবে ভারত

  Published:

  Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

  First published

  ট্ৰেণ্ডিং