নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেও এখনও প্রবল শ্বাসকষ্টে ভুগছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।শনিবার মাঝরাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের একটি সূত্র জানায়, শ্বাসকষ্টের জন্য শনিবার রাতে চিকিৎসকদের পরামর্শে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। তবে তিনি ভালো আছেন। আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন।
গত ২ আগস্ট করোনা আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন ৫৫ বছর বয়সী অমিত শাহ। নিজেই টুইট করে জানান সে কথা। ১৪ আগস্ট তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তারপর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বাড়িতেই আইসোলেশনে ছিলেন শাহ।এর কয়েকদিন পরই করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে এইমস-এ ভর্তি করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। ক্লান্তি ও শরীরে ব্যথাজনিত সমস্যার কথা জানানো হয় হাসপাতালের তরফে। ৩০ আগস্ট এইমস থেকে ছাড়া পান তিনি। শনিবার রাতে ফের তাঁকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হল।
এইমসের একটি সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতিতে অমিত শাহের হাসপাতালে ভর্তি থাকা সবচেয়ে ভালো। কারণ, হাসপাতালে তার শারীরিক অবস্থার ওপরে সার্বক্ষণিক নজর রাখা সম্ভব। হাসপাতালের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি রয়েছেন তিনি। #জাতীয়