নয়াদিল্লি, ৫ মার্চ: প্রথম প্রার্থী তালিকা বিজেপির, দিলীপ-কিশোর-অমর সহ বাদ ১১ বিধায়ক : অসমে একুশের নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এদিন ১২৬ আসনের মধ্যে মোট ৭০ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মোট ২৬টি আসন শরিক অগপকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার রাজ্যের মোট ১১ জন বিজেপি বিধায়ক টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর মধ্যে বরাকের তিনজন রয়েছেন। বরাকের মোট ১৩টি আসনে প্রার্থী দেবে বিজেপি। এদিন মোট ১২ আসনে নাম ঘোষণা করা হয়েছে। দলীয় টিকিট থেকে বঞ্চিত হলেন কাছাড়ের তিন বিধায়ক। শিলচর বিধানসভা কেন্দ্রের দিলীপকুমার পাল, বড়খলার কিশোর নাথ ও কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন। শিলচর আসনে টিকিট পেয়েছেন দীপায়ন চক্রবর্তী, বড়খলায় অমলেন্দু দাস ও কাটিগড়ায় টিকিট পেয়েছেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী গৌতম রায়। লক্ষীপুরে টিকিট পেলেন না সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। দলীয় টিকিট ছিনিয়ে নিলেন জেলা সভাপতি কৌশিক রাই। সোনাই, ধলাই ও উধারবন্দে কোনও পরিবর্তন হয়নি। যথাস্থানে রয়েছেন তিন বিধায়ক আমিনুল হক লস্কর, পরিমল শুক্লবৈদ্য ও মিহিরকান্তি সোম। করিমগঞ্জের রাতাবাড়ি ও পাথারকান্দি কেন্দ্রে রয়েছেন দুই বিধায়ক বিজয় মালাকার ও কৃষ্ণেন্দু পাল। উত্তর করিমগঞ্জে মানস দাস প্রার্থী হয়েছেন। বদরপুর আসনে টিকিট পেয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য। হাইলাকান্দির কাটলিছড়ায় টিকিট পান সুব্রত নাথ। তবে মধ্য হাইলাকান্দি আসনের প্রার্থীর নাম এদিন ঘোষণা হয়নি। আলগাপুর ও দক্ষিণ করিমগঞ্জ অগপকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরো দেখুন : টাইম ম্যাগাজিনের কভার স্টোরিতে ভারতের কৃষক আন্দোলন