করিমগঞ্জ, ২১ জানুয়ারি : তিনদিনের সফরসূচি নিয়ে ২৭ জানুয়ারি পৃষ্ঠাপ্রমুখ করিমগঞ্জ আসছেন রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিতকুমার দাস। করিমগঞ্জ অবস্হানকালে জেলার পাঁচটি বিধানসভা আসনে দলের পৃষ্টাপ্রমুখ সম্মেলনে যোগ দেবেন তিনি।প্রদেশ বিজেপি সভাপতি এর আগে বরাকের অন্য দুই জেলায় সে কার্যক্রম সম্পন্ন করে নিয়েছেন। করিমগঞ্জে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকের জন্য সে কার্যসূচি আয়োজন করতে পারেনি দল।এবার সে কাজটা সেরে নিতে জেলা সফরে আসছেন রঞ্জিত। সঙ্গে থাকছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়, বরাক বিজেপির সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে প্রমুখ। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বুধবার রাজ্য সভাপতির সফরসূচি ঘোষণা করেন।তিনি জানান, রাজ্যের বিজেপি সভাপতির পৃষ্ঠাপ্রমুখ অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকবেন করিমগঞ্জ-হাইলাকান্দির সাংসদ কৃপানাথ মালা, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, এআইডিসির চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, রাজ্য বিজেপির মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ।রাজ্য পর্যায়ের অন্য নেতারাও থাকতে পারেন বলে জেলা বিজেপি সভাপতি জানিয়েছেন।
আৰু পঢ়ক : ৩০ জানুয়ারি দেশজুড়ে ২ মিনিটের নীরবতা পালনের নির্দেশ