পূর্তমন্ত্রীর পদ থেকে হিমন্তবিশ্ব শর্মাকে পদত্যাগ করার দাবি জানালেন বরাক উপত্যকার হাইলাকান্দি কেন্দ্রের বিধায়ক আনোয়ার হুসেন লস্কর। তিনি মনে করেন পূর্ত বিভাগের মন্ত্রী হিসেবে ব্যর্থ হিমন্ত।
আর তার এই ক্ষোভের কারণ হচ্ছে হাইলাকান্দির একটি সেতু। কাঠাকাল নদীর উপরে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা একটি সেতু নতুন করে তৈরি করতে তিনি হিমন্তকে অনুরোধ করেছিলেন। কিন্তু মন্ত্রী আনোয়ারকে বার বার প্রতিশ্রুতি দিলেও এই কাজ আজ পর্যন্ত হয়নি। তাই তিনি মনে করেন, পূর্তমন্ত্রী হিসেবে চরম ব্যর্থ হিমন্ত।