হাফলং, ১৪ ডিসেম্বর : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য পূর্ণেন্দু লাংথাসা ও পার্বত্য পরিষদের সদস্য নিন্দু লাংথাসার হত্যা মামলায় অভিযুক্ত প্রাক্তন জঙ্গি নেতা তথা বর্তমান উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসার জামিন মঞ্জুর করলেন হাফলং-এর সিজেএম আদালত। সোমবার পূর্নেন্দু-নিন্দু হত্যা মামলার শুনানি ছিল। এদিন দেবোলাল গার্লোসা সিজেএম কোর্টে হাজির হওয়ার পর তাঁর আইনজীবী দেবোলালের হয়ে জামিনের আবেদন করেন। পরে সিজেএম বঙ্কিম শর্মা দেবোলাল গার্লোসার জামিন মঞ্জুর করে। তবে জামিন পেলেও দেবোলাল গার্লোসাকে ১৪ দিন পর পরই সিজেএম কোর্টে গিয়ে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের ৪ জুন ডিমা হাসাও জেলার দিহাঙ্গী থানার অন্তর্গত লাংলাই হাসনু গ্রামে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য পূর্নেন্দু লাংথাসা ও কার্যবাহী সদস্য নিন্দু লাংথাসাকে নৃশংসভাবে হত্যা করেছিল সে সময়ের ত্রাস সৃষ্টিকারী জঙ্গি সংগঠন ডিএইচডি (জে)। আর এই হত্যার মামলায় অভিযুক্ত হন দেবোলাল গার্লোসা।