শিলচর, ২ নভেম্বরঃ বিপুল সংখ্যক দলীয় কর্মকর্তাদের উপস্থিতিতে বিজেপি নরসিংপুর মণ্ডলের উদ্যোগে ধলাই বাজার মার্কেট শেডে আয়োজিত হয় বিজয়া সম্মেলন। সভায় রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে আগন্তুক ২০২১ বিধানসভা নির্বাচনে ধলাই থেকে পুনরায় জয়ী করার জন্য সংকল্পবদ্ধ হন দলীয় নেতা-কর্মীরা। ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পাল অনুষ্ঠানে বলেন, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসামে ক্ষমতায় আসার পর মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে সমগ্র ধলাইতে উন্নয়নের জোয়ার এসেছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয়জল সহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে, যা স্বাধীনতার সত্তর বছরেও হয়নি।মা দূর্গার আশীর্বাদ পরিমল শুক্লবৈদ্যের উপর বর্ষিত হোক এবং তিনি যাতে জনগণের সেবায় হতে ব্রতী হতে পারেন সেই কামনা করেছেন তিনি। শশাঙ্ক বলেন, আজকাল একাংশ নেতা বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়ে কোকিল পাখির মতো বেরিয়েছেন ধলাই কেন্দ্রের আনাচে কানাচে। সেই সব কোকিলদের থেকে সতর্ক থাকতে দলীয় কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বলেন, ধলাইতে পরিমল শুক্লবৈদ্যের কোনও বিকল্প নেই। কারণ জনগণ উন্নয়নের নিরিখে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ধলাই আসন থেকে পুনরায় পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, যা সময়ের অপেক্ষা মাত্র। তিনি সমগ্র ধলাইবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানের মুখ্য অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সমগ্র ধলাইবাসীকে বিজয়ার আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, দেবী দূর্গা অশুভ শক্তিকে বিনাশ করে যেভাবে শুভ শক্তির সঞ্চার করেছিলেন, ঠিক তেমনি বর্তমান সময়েও কিছু অসাধু প্রকৃতির লোক সমাজে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। পরিমলের কথায়, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের তৎপরতায় সমগ্র রাজ্য সহ ধলাই কেন্দ্রে উন্নয়নের কর্মধারা বইছে, যা প্রত্যক্ষ করছেন সাধারণ মানুষ। তিনি দলীয় কর্মকর্তাদের সংগঠনকে শক্তিশালী করে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান। রাজ্যে পুনরায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার অধিষ্ঠিত হচ্ছে, সে কথা দৃঢ়তার সঙ্গে জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লালবাহাদুর কুর্মীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, মাতৃভূমি সামাজিক সংগঠন ধলাই-এর সভাপতি সীতাংশু দাস, বিজেপি কাছাড় জেলা কমিটির সহ-সভানেত্রী চামেলি পাল, বিজেপি ওবিসি মোর্চার কাছাড় জেলা সভাপতি রুক্মিণীকুমার সিংহ, হিন্দু জাগরণ মঞ্চের জেলা কর্মকর্তা অমলেন্দু দাস, বিজেপি নরসিংপুর মণ্ডলের সহ-সভাপতি হিফজুর রহমান লস্কর প্রমুখ।সভা সঞ্চালনা করেন বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা ঝলক চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, জেলা বিজেপির কার্য্যকরী সদস্য আদিত্য নারায়ণ দেব, নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক প্রীতিশচন্দ্র দাস, সহ সভাপতি খাইরুল আমিন লস্কর, সম্পাদক জয়ন্ত দত্ত, সুকান্ত পাল, নির্মলকান্তি দাশ দুলু, শীলা রায় ও লাইরিকসানা রাজকুমারী, ক্লেভারহাউস জিপি সভাপতি কমলপ্রসাদ কেঁওট, পুঠিখাল জিপি সভাপতি শ্যামসুন্দর চৌহান, পানিভরা গাঁও পঞ্চায়েত সভানেত্রী কবিতা দাস, শেওরারতল গাঁও পঞ্চায়েত সভাপতি সুনেন্দ্রচন্দ্র বর্মণ, জীবনগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সঞ্জয় কৈরী, ধলাই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সীমা দাস প্রমুখ।