গুয়াহাটি, ২৭ সেপ্টেম্বর : অসমের চা শ্ৰমিকদের দৈনিক মজুরি ৩৫১ টাকা করার দাবিতে আগামী ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে অখিল ভারতীয় চা মজদুর সংঘ। এ কথা জানিয়েছেন সংঘের রাজ্য সভাপতি রয়েল সোরেন এবং সাধারণ সম্পাদক দীনেশ নায়ক।তাঁরা বলেন, গত ৭৪ বছরে রাজ্যের চা বাগানের শ্ৰমিকরা ভূমির পাট্টা পাননি। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার ভোটের আগে প্রদত্ত প্ৰতিশ্ৰুতি আজও পূরণ করেনি। সংঘের অসম রাজ্য কমিটির সভাপতি রয়েল সোরেনের কথায়, ২০২১-এ বিধানসভা ভোটের আগে বিজেপি হটাও বাগানের শ্ৰমিক বাঁচাও, আমাদের মাটি, আমাদের বাগান, আমাদের অধিকারের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। সেই অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, ভোটের আগে শ্ৰমিকদের তিন হাজার টাকার ভিক্ষার প্ৰয়োজন নেই। বিজেপি গতবার ভোটের আগে যে সব প্ৰতিশ্ৰুতি দিয়েছিল তা আগে পূরণ করুক, তা না-হলে কংগ্ৰেসের মতো বিজেপিকেও ক্ষমতাচ্যুত করা হবে।
শ্রমিকনেতারা সরকারের বিরুদ্ধে প্ৰতারণার অভিযোগ তুলে বলেন, লেবার কমিশনের মজুরি উপদেষ্টা বোৰ্ডে শ্ৰমিকদের দৈনিক মজুরি ৩৫১.৩৩ টাকা করার প্ৰস্তাব কার্যকর করার পরিবর্তে সরকার ২০১৮-এর ১ মার্চ থেকে ৩০ টাকা অন্তবর্তীকালীন সাহায্যের ঘোষণা করেছে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অসমের শ্ৰমিকদের কম মজুরি দেওয়া হচ্ছে বলেও তাঁরা অভিযোগ তুলেন। শুধু তা-ই নয়, স্বাধীনতার ৭৪ বছর পরও চা শ্ৰমিকরা জমি, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এসব দাবিতে আগামী ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে অখিল ভারতীয় চা মজদুর সংঘ।