25 C
Guwahati
Wednesday, March 29, 2023
More

    দুর্নীতিমুক্ত অসম : এসআই নিযুক্তি কেলেঙ্কারির পর এবার ফাঁস ভুয়া টেট শিক্ষক নিযুক্তি

    গুয়াহাটি, ৭ অক্টোবর : দুর্নীতিমুক্ত অসম গঠনে ক্ষমতায় আসা রাজ্যের বিজেপি সরকারের একের পর এক দুর্নীতি-কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, পুলিশের উপ-পরিদর্শক পদে নিযুক্তি কেলেঙ্কারির পর এবার রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার শিক্ষা বিভাগের ভুয়া টেট শিক্ষক নিযুক্তির কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে।

    ভুয়া টেট উত্তীর্ণ প্রমাণপত্র এবং ভুয়া জাতিগত প্রমাণপত্র নিয়ে নগাঁও-এ শিক্ষকতা করে যাচ্ছেন ঢকুয়াখানার দুই যুবক । এরা হলেন, জীবনচন্দ্ৰ ভরলুয়া এবং জয়ন্ত বেজ।বুধবার চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করেছেন আসু কর্মী তথা ট্রাইবাল সংঘের সভাপতি দেব কছারি।নগাঁও-র রূপহী শিক্ষাখণ্ডের অন্তৰ্গত উত্তর বরঘাট মক্তব বিদ্যালয়ে জীবন ভরলুয়া এবং লাওখোয়া শিক্ষাখণ্ডের অন্তৰ্গত দক্ষিণ শালমারি মক্তব বিদ্যালয়ে জয়ন্ত বেজ টেট শিক্ষক হিসেবে যোগদান করেন । তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে এসব তথ্য।

    এই দুই যুবক টেট শিক্ষকের চাকরির জন্য যে প্রমাণপত্র দাখিল করেন সেগুলি ছিল ভুয়া। প্ৰমাণপত্ৰ অনুযায়ী, ২০১৪ সালের ১০ ফেব্ৰুয়ারি টেট পরীক্ষায় উত্তীৰ্ণ হয়ে ২০১৪ সালের ২২ ফেব্ৰুয়ারিতে নিযুক্তি লাভ করেছেন এই দুই যুবক।যা সম্ভব নয়। কারণ উক্ত তারিখে কোনও সাধারণ টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি ১৫০ নম্বরের পরীক্ষায় ১২৫ নম্বর পেয়ে টেট উত্তীর্ণ হয়েছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

    উভয়ের জাতিগত প্ৰমাণপত্ৰ ভুয়া বলে ট্ৰাইবাল সংঘের সভাপতি দেব কছারি এবং ধেমাজির জেলাশাসক  নিশ্চিত করেছেন । ইতিমধ্যে ঢকুয়াখানা ছাত্র সংস্থা, ট্ৰাইবাল সংঘ এবং সচেতন নাগরিকেরা ঢকুয়াখানা থানায় জালিয়াতির মাধ্যমে চাকরি করতে থাকা এই দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। একই সঙ্গে  শিক্ষা বিভাগের সঞ্চালক এবং আয়ুক্তের কাছে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে উচ্চস্তরের তদন্ত করে দোষীদের শাস্তি প্ৰদানের দাবি জানানো হয়েছে।

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং