ঢোক গিললেন মোদি! করোনা পরিস্থিতিতে এবার চিনের সাহায্যও নেবে ভারত
নয়াদিল্লি, ২৯ এপ্রিলঃ করোনা পরিস্থিতিতে ভারতের বিদেশ নীতির পরিবর্তন করা হল। বিদেশ থেকে সাহায্য নিতে গত ১৬ বছর ধরে যে নীতি ছিল সেটির বদল হল এবার। তাও শত্রু দেশ চিনের সঙ্গে। কোভিড পরিস্থিতিতে ওষুধ থেকে অক্সিজেন, সব ধরনের সঙ্কট শুরু হয়েছে দেশে। এই পরিস্থিতি সামাল দিতে এবার অক্সিজেন, ওষুধ এবং চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামের জন্য বিভিন্ন দেশের কাছ থেকে উপহার, অনুদান এবং সহায়তা গ্রহণ শুরু করেছে ভারত।
এক্ষেত্রে চিন থেকেও এবার সামগ্রী নিতে আপত্তি নেই নয়াদিল্লির। বর্তমান পরিস্থিতিতে চিন থেকে অক্সিজেন এবং অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধ আনার ক্ষেত্রে ভারতের ‘কোনও সমস্যা নেই’ বলেই জানানো হয়েছে। যদিও পাকিস্তান সাহায্য করার আশ্বাস দিলেও সেই সহায়তা নয়াদিল্লি গ্রহণ করবে কি না তা এখনও স্থির হয়নি। সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজ্য সরকারগুলি বিদেশী সংস্থার কাছ থেকে জীবনরক্ষাকারী সরঞ্জাম এবং ওষুধ সংগ্রহ করতে পারবে। উল্লেখ্য, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার বিদেশ থেকে সহায়তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। ১৬ বছরের এই সিদ্ধান্ত এবার বদলের পথে হাঁটল মোদি সরকার। (সুত্র-ইন্ডিয়ান এক্সপ্রেস)
আরো দেখুন : টিকার ২টি ডোজ নেওয়া বা নেগাটিভ রিপোর্ট থাকলেই গণনাকেন্দ্রে ঢোকা যাবে : কমিশন