মুম্বই, ১০ নভেম্বর : ফের ঝটকা খেল রিপাবলিক টিভি। টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি জালিয়াতির মামলায় এবার গ্রেফতার হলেন রিপাবলিক টিভি-র ডিস্ট্রিবিউশন হেড ঘনশ্যম সিংহ।মুম্বই পুলিশ এ নিয়ে টিআরপি জালিয়াতি মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদেও রয়েছেন ঘনশ্যাম সিংহ। তাঁকে মঙ্গলবার সকাল ৭.৪০ নাগাদ মুম্বইর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে একাধিকবার ঘনশ্যাম সিংহকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকজন দর্শক সাক্ষ্য দিয়েছেন যে রিপাবলিক টিভি চালিয়ে রাখার জন্য তাদের টাকা দেওয়া হয়েছিল। আর সেই অভিযোগেই একের পর এক জড়িত ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। প্রসঙ্গত, গত মাসে নিউজ চ্যানেল রিপাবলিক টিভির বিরুদ্ধে টিআরপি জালিয়াতির অভিযোগ তোলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ। তিনি জানান, সম্প্রতি দু’জনকে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে আসে। এরপর আগামী তিন মাসের জন্য টিভি চ্যানেলগুলোর সাপ্তাহিক রেটিং দেওয়া বন্ধ রাখার কথা জানিয়ে দেয় ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল।