গুয়াহাটি, ৩১ অক্টোবরঃ করোনা সংক্রমণের উর্দ্ধগতির সময়ে অনুষ্ঠিত জেইই পরীক্ষার সদ্যঘোষিত ফলাফলে জালিয়াতি করে প্ৰথম স্থান অধিকার করা নীলনক্ষত্ৰ দাসের জঘন্য কাণ্ডে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছে ছাত্ৰ সংগঠন অল ইণ্ডিয়া ডিএসও’র আসাম রাজ্য কমিটি। সংগঠনের সম্পাদক হেমন্ত পেগু জানান, সর্বভারতীয় অভিযান্ত্ৰিক পাঠ্যক্রমের জন্য অনুষ্ঠিত প্রবেশ পরীক্ষায় উত্তীৰ্ণ হতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভুয়া পরীক্ষাৰ্থী নিয়োগ করে যে জঘন্য কাণ্ড এ রাজ্যে সংঘটিত হয়েছে তা এক কংলকিত অধ্যায়ের সূচনা করল। পাশাপাশি এই ঘটনা রাজ্যের শিক্ষাখন্ডে দুর্নীতির স্বরূপ উদ্ঘাটন করল। অল ইণ্ডিয়া ডিএসও’র পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে এই জঘন্য কাণ্ডের উপযুক্ত তদন্ত করে এর সঙ্গে জড়িত প্রত্যেক দোষীকে অতি শীঘ্ৰ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকারের কাছে দাবি জানানো হয়।
সাম্প্ৰতিক কালে সমগ্ৰ দেশের সঙ্গে এ রাজ্যেও গুরুত্বপূর্ণ পরীক্ষা গ্রহণের দায়িত্ব ব্যক্তি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে এবং জেইই পরীক্ষা পরিচালনার দায়িত্ব টাটা কনসালটেন্সি সার্ভিসকে অৰ্পণ করা হয়েছে। অন্যদিকে একটি প্ৰাইভেট কোচিং প্ৰতিষ্ঠান এই দুর্নীতির সঙ্গে প্ৰত্যক্ষ ভাবে জড়িত হওয়ার প্ৰমাণ পাওয়া গেছে। পাশাপাশি পরীক্ষার ব্যবসায়ীকরণ তীব্ৰতর হওয়ার ফলে পরীক্ষার পূর্বে প্ৰশ্নপত্ৰ প্রকাশ হওয়া সহ বিভিন্ন কেলেঙ্কারি সংঘটিত হচ্ছে। কোটি কোটি টাকার প্ৰাইভেট কোচিং এর রমরমা ব্যবসা চলতে থাকলে এই ধরনের দুর্নীতি বন্ধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই প্ৰক্ৰিয়ায় দরিদ্র পরিবারের মেধাবী ছাত্ৰ-ছাত্ৰীদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাই সংগঠনের পক্ষ থেকে শিক্ষার ব্যবসায়ীকরণ বন্ধ করা ও পরীক্ষার ব্যবসায়ীকরণের বিরুদ্ধে শিক্ষাপ্রেমী জনসাধারণকে এগিয়ে এসে তীব্ৰ প্রতিবাদ সাব্যস্ত করার আহ্বান জানানো হয়।