শিলচর, ১৩ জানুয়ারি : অবশেষে চেন্নাইর হৃদরোগ বিশেষজ্ঞ ডা: রাকেশ পি গোপালের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে রোগী দেখার পথ প্রশস্ত হল। রাজ্যের স্বাস্থ্য বিভাগ আরও ৬ মাসের জন্য চুক্তি করল তাঁর সঙ্গে। মেডিক্যালে হৃদরোগ চিকিৎসা বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সরব হয়েছিল থাউজেন্ড সায়ন্তন গ্রুপ সহ অন্যান্য সংগঠন। এরপর রাজ্য সরকার রাকেশ পি গোপালের সঙ্গে চুক্তি করে। প্রতিমাসে তিনদিন তিনি মেডিক্যালে এসে রোগী দেখবেন বলে তিন মাসের জন্য চুক্তি হয়। কিন্তু তিন মাসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বেশ কিছুদিন চুক্তি নবীকরণ হয়নি। এতে ডা: রাকেশ পি গোপালের আগমন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত এবার ৬ মাসের জন্য নতুন করে তাঁর সঙ্গে স্বাক্ষরিত হয়েছে চুক্তি। এতে আশার সঞ্চার হয়েছে হৃদ রোগীদের মধ্যে। চেন্নাইর এদিকে মেডিক্যালে ক্যাথ ল্যাবরেটরি গড়ে তোলার প্রক্রিয়াও শুরু হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
আরো দেখুন : বরাক সফরে এসেই সচেতনতা সভা লাওসের শিল্পপতি হাবিব মহম্মদের