কাছাড় জেলার কাজিডহর এলাকায় অপহৃত চার মাসের শিশুর মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার আমজুরঘাট এলাকার একটি সেতুর নিচে পুঁতে থাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অপহরণকারীরা শিশুটিকে মেরে মাটিতে পুঁতে রেখেছিল। গত মঙ্গলবারে রাতে ঘুমন্ত অবস্থায় জানালা ভেঙে ধ্রুৱজ্যোতি নাথকে তার মা-বাবার পাশ থেকে অপহরণ করা হয়। জানালা ভেঙে দুষ্কৃতিরা ঘরে ঢুকে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে অজ্ঞান করে চার মাসের শিশুটিকে তুলে নিয়ে যায়। পরদিন অপহরণকারীরা দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় সোনাই পুলিশ এক মহিলা সহ মোট চার ব্যক্তিকে আটক করে।আর তাঁদের জেরা করেই শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু শিশুকে অপহরণের কারণ এবং মেরে ফেলার পেছনের রহস্য সম্পর্কে কিছুই জানা যায়নি। শিশুকে অপহরণ এবং খুনির ঘটনায় গোটা এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ব্যর্থতার সমালোচনা করে সামাজিক মাধ্যমও উত্তাল।