শিলচর, ২২ অক্টোবর : অবশেষে পুনরায় গেরুয়া জার্সি গায়ে জড়াচ্ছেন প্রাক্তন বিধায়ক ডঃ রুমি নাথ। কংগ্রেস থেকে বহিষ্কারের পর কিছুদিন শলা পরামর্শ চালিয়ে বুধবার বিজেপির সদস্য পদের জন্য আবেদন জানান রুমি। বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি কৌশিক রাই-এর হাতে এদিন সদস্যভুক্তির ফরম পুরণ করে জমা দেন তিনি।আবেদনের প্রতিলিপি পাঠিয়েছেন রাজ্য সভাপতির কাছেও। পাশাপাশি রুমি ২০১০ সালের রাজ্যসভা নির্বাচনে তাঁর ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন।
২০১০ সালে রাজ্যসভা নির্বাচনে দলের হুইপ অমান্য করে কংগ্রেস মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ায় রুমিকে সাসপেন্ড করে বিজেপি।এরপর কংগ্রেসে যোগ দিয়ে ওই দলের টিকিটে বড়খলা থেকে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে রাজনৈতিক ডামাডোলের মাঝে ২০১৬র বিধানসভা নির্বাচনে ফের বড়খলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। বিভিন্ন কারণে রাজনৈতিকভাবে অনেকটাই গুরুত্ব হারান তিনি।এরপর ধীরে ধীরে তিনি ফের বিজেপির দিকে আগ্রহী হয়ে উঠেন বলে শুরু হয় চর্চা। বিজেপিতে যোগ দিয়ে রুমি ফের বড়খলায় নির্বাচনে লড়তে আগ্রহী।এই লক্ষ্যেই তিনি ক্ষমা প্রার্থনা করেও ফের দলীয় সদস্যপদের জন্য আবেদন করলেন। তবে তার আবেদন মঞ্জুর হয় কি না, সেটাই দেখার। তবে রুমি ফের বিজেপিতে ভিড়ছেন, এই খবর ছড়িয়ে পড়ার পর কর্মিমহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ফের বিজেপিতে ভিড়ছেন রুমি নাথ, ক্ষমা চেয়ে আবেদন
Published:
First published