ধর্মনগর, ১২ ডিসেম্বর : সংশোধিত নাগরিকত্ব আইন-২০১৯ বাতিলের দাবিতে শুধু অসম নয়, অন্যান্য রাজ্যেও প্রতিবাদ আন্দোলন অব্যাহত। এই আইনের বিরোধিতায় শুক্রবার ত্রিপুরায় কালো দিবস হিসেবে পালন করল টিএসএফ। এ উপলক্ষে টিএসএফ সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরার সিপাহীজলা জেলার টাকারজলা ও গাবর্দি বাজারে পৃথক পৃথকভাবে বিভিন্ন ধরনের পোষ্টার ও কালো পতাকা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলকারিরা ক্যা বাতিলের জন্য বিভিন্ন ধরনের শ্লোগান দেন। পরে পৃথক পৃথক স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়। এতে টিএসএফ কেন্দ্রীয় কমিটির নেতারা সাফ জানিয়ে দেন, নাগরিকত্ব সংশোধনী আইনকে কোনও অবস্থাতে মেনে নেবেন না তাঁরা। নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত করেন তারা।
তাদের দাবি, নাগরিকত্ব আইনে উপজাতিদের সংখ্যালঘু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিভিন্নভাবে উপজাতিদের হয়রানি করার পদক্ষেপ হিসেবেই এই আইন আনা হয়েছে বলে মনে করেন সংগঠনের কর্মকর্তারা। তাই সেই নাগরিকত্ব আইন বাতিলের জোরালো দাবি তোলা হয়। অন্যথায় প্রতিবছর এই দিনকে কালো দিবস হিসেবে পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা। এদিনের মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন টিএসএফ-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জন দেববর্মা, প্রাক্তন সভাপতি বিশ্বজিত কলই, অর্থ সম্পাদক সম্রাট দেববর্মা, সহ-সম্পাদক অমিত দেববর্মা, চিরঞ্জীত দেববর্মা, শেমলী দেববর্মা, সমর দেববর্মা প্রমুখ।