নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারিঃ কোভিড ভ্যাক্সিন জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ড্রাগ কন্ট্রোলার অব ইন্ডিয়া অনুমোদন জানিয়েছে। এটা এখনও জাতীয় জীবনদায়ী ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এর জন্য কোভিড ভ্যাক্সিন এর এখনও কোনও মূল্য অনুমোদন জানানো হয়নি। লোকসভায় এআইইউডিএফ সাংসদ মওলানা বদরুদ্দিন আজমলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান কেন্দ্রীয় রসায়ন ও সারমন্ত্রী ডিবি সদানন্দ গৌড়।
জাতীয় ফ্লোরোসিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি(এনপিপিসিএফ)র অধীনে অসম সহ দেশের ১৯টি রাজ্যের ১৫৭টি জেলায় অতিরিক্ত ফ্লোরাইডে জল দূষণ মোকাবিলায় জাতীয় ফ্লোরোসিস প্রতিরোধ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনপিসিসিএফ) রূপায়ন চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে লোকসভায় আজমলের আরেক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ভূগর্ভস্থ জলে প্রচুর পরিমাণ আর্সেনিক ও ফ্লোরাইড থাকায় এই রোগ হচ্ছে। তবে এই কর্মসূচির অধীনে সাধারণ স্বাস্থ্যকেন্দ্র ও মেডিকেল কলেজগুলিতে এই চিকিৎসা চলছে। একথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চৌবে জানান, তবে এ ব্যাপারে আলাদা হাসপাতাল নির্মাণের কোনও প্রস্তাব নেই।
আরো দেখুন : ফের অগ্নিগর্ভ মিজোরাম সীমান্ত, যে কোনও সময় ঘটতে পারে বড় অঘটন