কোভিড বিধি লঙ্ঘন, হাইলাকান্দি জেলায় সব বাজার বন্ধের নির্দেশ
হাইলাকান্দি, ১০ মেঃ হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলের সাপ্তাহিক, অর্ধ সাপ্তাহিক হাট বাজার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। রবিবার হাইলাকান্দির জেলাশাসক তথা ডিজেস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান মেঘনিধি দাহাল এই নির্দেশ জারি করেছেন।
মূলত জেলার বিভিন্ন প্রান্তের সাপ্তাহিক হাট বাজারগুলোতে কোভিড প্রোটোকল মানা হচ্ছে না বলে অভিযোগ পেয়ে আইন অনুযায়ী সতর্কতা অবলম্বন করে এই নির্দেশ জারি হয়েছে। অবশ্য হাট বাজারগুলোতে থাকা বাকি দোকান পাট কোভিড প্রোটোকল মেনে খোলা রাখা যাবে।
আরো দেখুন : ধানের জমিতে একাকী যুবতীকে ধর্ষণ, নালিশ জানানোয় ভাইকেও মারধর