28 C
Guwahati
Saturday, March 25, 2023
More

    কৃষি এবং পশুচিকিৎসা বিভাগের প্রকল্পসমূহের পর্যালোচনা করলেন অতুল বরা

    শিলচর, জানুয়ারি : বরাক উপত্যকার কৃষি এবং পশুচিকিৎসা বিভাগের যে সব প্রকল্প রয়েছে, তার পর্যালোচনা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা। শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল, জেলাশাসক  কীর্তি  জাল্লি  এবং কৃষি বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে বৃহস্পতিবার  শিলচরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বরাক উপত্যকার তিন জেলার পশুপালন ও ভেটেরিনারি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে কৃষিক্ষেত্র, উদ্যানতত্ত্ব, প্রাণী পালন ও পশু বিভাগের ব্যাপারে মন্ত্রী অতুল বরা বিস্তারিত আলোচনা করেন। বরাক উপত্যকার তিনটি জেলার কৃষি বিভাগের প্রধানরাও নিজ নিজ জেলাগুলির প্রকল্প ও সাফল্য সম্পর্কে বিষদ ভাবে  তুলে ধরেন।

    কাছাড়ের জেলা কৃষি আধিকারিক এলএল সিংহ আরকেভিওয়াই, এনএফএসএম, সিএমএসজিউই, এমএমকেএসওয়াই, মাটি স্বাস্থ্য কার্ড, পিএমকেএসওয়াই, প্রধানমন্ত্রী-কিসান, পিএমএফবিওয়াই, কেসিসি, আরআইডিএফ এবং অন্যান্য কৃষির মতো চলমান প্রকল্পগুলির অগ্রগতির অবস্থা এবং সাফল্য সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন। সভায় মন্ত্রী বরা  বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার পরামর্শ দেন। মন্ত্রী বরা বরাক উপত্যকার তিনটি জেলায়  মাটি পরীক্ষার মান নিয়ন্ত্রণ এবং ইনপুট টেস্টিং পরীক্ষাগারের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। 

    করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিকরাও নিজ নিজ জেলার বিভাগীয় প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি ও সাফল্য সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। আলোচনা চলাকালীন জেলা কৃষি আধিকারিক, করিমগঞ্জ এমএসপিতে ধান সংগ্রহের বিষয়ে মন্ত্রীকে অবগত করেন এবং চলতি বছর যেখানে তিনটি জেলার নাম বাদ পড়েছে সেখানে এই বিষয়ে জারি করা সরকারি বিজ্ঞাপনটির কথা উল্লেখ করেন। বিষয়টি জানতে পেরে মন্ত্রী খাদ্য ও অসামরিক বিভাগের মন্ত্রীর কাছে বিষয়টি প্রকাশ করে কৃষকদের বৃহত্তর স্বার্থে এমএসপিতে চলতি বছরে বরাক উপত্যকার তিনটি জেলা অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।  

    একইভাবে উপত্যকার বিভাগীয় অবকাঠামো, অফিসের বিল্ডিং, কর্মীদের ঘাটতি জেনে মন্ত্রী বিভাগের উর্ধতন আধিকারিদের সঙ্গে ফোনে আলোচনা করেন এবং এই সমস্ত সমস্যা নিরসনের অনুরোধ করেন। আলোচনা চলাকালীন মন্ত্রী বরা টেলিফোনে বরাক উপত্যকার তিনটি জেলার পশুপালন ও ভেটেরিনারি বিভাগের ডিসপেনসারি সংস্কার সহ মোট রাজ্য বরাদ্দের মধ্যে বরাক উপত্যকায় ভেটেরিনারি বিভাগের একটি মেডিকেল ভ্যান দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া মন্ত্রী আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার বিষয়ে কড়া নজর রাখতে এবং কার্যকরভাবে এটি পরীক্ষা করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে মন্ত্রী অতুল বরা বাছাই করা কয়েকজন কৃষকদের কাছে ট্র্যাক্টর বিতরণ করেন এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে সিএমএসজিউইয়ের আওতায় পাঁচ কৃষক দলের হাতে ট্র্যাক্টরের চাবি এবং অন্যান্য নথি হস্তান্তর করেন।

    আরো দেখুন : পাকিস্তানে হিন্দুদের ওপর নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশে পণ্য বয়কটের হুমকি

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং