শিলচর, ১২ জানুয়ারি: মেহেরপুর শিবালিক পার্ক থেকে উদ্ধার হয়েছে এক শিশুর কাটা পা। এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। সোমবার বিকেলের দিকে শিবালিক পার্কের ১ নম্বর গলির কাছে একটি কুকুরকে শিশুর কাটা পা মুখে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয় লোকেরা তাড়া করলে কুকুর মুখে থেকে পা-টি ফেলে পালিয়ে যায়। এই ঘটনার কথা ছড়িয়ে পড়ার পর জমে ভিড়। সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্যের, চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। খবর পেয়ে হাজির হয় পুলিশ।প্রাথমিক তদন্তের পর পুলিশ পায়ের অংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিক্যাল কলেজ হাসপাতালে।
রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব ডেকা জানিয়েছেন, শিশুর পা উদ্ধারের পর কাছেই একটি বাড়িতে লাগানো সিসি টিভির ফুটেজেও দেখা গেছে, কালো রঙের একটি কুকুর মুখে করে শিশুর পা নিয়ে এসে ফেলে রেখে গেছে সেখানে। শিবালিক পার্কের পেছন দিকে মেডিক্যালের পাশে মৃত শিশুদের মাটিতে পোঁতা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেখান থেকেই কুকুর নিয়ে এসেছে পা। এর পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরো দেখুন : কৃষি আইন স্থগিত রাখুন, কেন্দ্রকে কড়া সুরে সুপ্রিম কোর্ট