শিলচর, ৫ অক্টোবর: ২০২১-এর বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির তৎপরতা দিন দিন বেড়েই চলেছে।রাজ্যের প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী তথা কাটলিছড়ার প্রাক্তন বিধায়ক গৌতম রায় দল বদলের পর শাসক দল বিজেপিতে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। ২১-এর নির্বাচনে তিনি বিজেপি থেকেই প্রতিদ্বন্দিতা করছেন। তবে এবার নিজের আসন কাটলিছড়া নয়, তিনি কাটিগড়া আসনেই লড়াইয়ের ক্ষেত্র তৈরি করছেন।এ ব্যাপারে যতদূর জানা যায়, কাটিগড়ার জনসাধারণ গৌতম রায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন এবং গৌতমও তাঁদেরকে আশা দিয়ে রেখেছিলেন যে দল যদি তাঁকে মনোনয়ন দেয় তাহলে তিনি নিশ্চয়ই কাটিগড়ায় লড়বেন।এ সপ্তাহেই তিনি কাটিগড়া সফর করে জনসংযোগ গড়ে তোলার কাজ শুরু করবেন।
এ ব্যাপারে গৌতম রায় নিজেই বলেন, বিগত সরকারে তিনি যখন মন্ত্রী ছিলেন তখন বিভিন্ন সময়ে কাটিগড়ার প্রতিটি অঞ্চলের জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছিল। এলাকার জনসাধারণের দাবিমত বিভিন্ন অঞ্চলে মন্দির সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনাস্থলের উন্নয়নে সাহায্য করে গেছেন। কথা প্রসঙ্গে গৌতম বলেন, কাটিগড়ার জনসাধারণের জন্য তাঁর একটা আলাদা মনের টান রয়েছে। তাই পূর্বতন সরকারের মন্ত্রী পদে থাকাকালীন যখনই সুযোগ এসেছে তখন জনগনের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আজ তাঁদেরই ডাকে সাড়া দিতে দলীয় হাইকমান্ডের নির্দেশ ক্রমে তিনি আগামী একুশের নির্বাচনে প্রার্থী হবেন। এ ব্যাপারে তিনি রাজ্যস্তরের বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করে সবুজ সংকেত নিয়েই কাটিগড়া কেন্দ্রে পা রাখতে চলেছেন বলেও উল্লেখ করেন।প্রসঙ্গত, প্রভাবশালী রাজনীতিক গৌতম রায় কাটিগড়ায় প্রতিদ্বন্দিতায় নামলে নির্বাচনী লড়াই জমে উঠবে।