18.8 C
Guwahati
Saturday, March 25, 2023
More

    কাছাড়ে পিডিবি ডাবল লেন সড়কের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল

    শিলচর, ২ ডিসেম্বর : কাছাড় জেলায় পালই-দার্বি-বড়জালেঙ্গা (পিডিবি) ডাবল লেন সড়ক যান চলাচলের জন্য খুলে দিয়েছেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। এদিন সড়ক উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই একুশের নির্বাচনে ধলাই কেন্দ্রের প্রচারের সূচনা করা হল বলে মনে করা হচ্ছে। অবশ্য উপচে পড়া জনতার ঢেউয়ের লহরে প্রচারের সূচনাতে আক্ষরিক অর্থে সফল হয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। জনসমর্থন যে তাঁর অনুকূলেই রয়েছে, সেটা দেখে তিনিও অভিভূত।

    অনুষ্ঠানে পরিমল বলেন, বিস্তৃর্ণ এলাকার কয়েক হাজার মানুষের জীবনরেখা বলে পরিচিত এই পিডিবি সড়কটি দীর্ঘ বছর ধরে যোগাযোগের অযোগ্য হয়ে পড়ায় মানুষের দৈনন্দিন জীবনযাপনের মানদণ্ড একেবারেই তলানিতে গিয়ে পৌঁছেছিল।এখন সড়কটি ডাবল লেনে সেজে উঠায় ওই এলাকার মানুষের দীর্ঘবছরের দুর্ভোগের অবসান হল। জনগনের এই আনন্দোচ্ছ্বাস দেখে আমারও মন আত্মতৃপ্তিতে ভরে গেছে। এটাই মনে হচ্ছে অন্ততঃ বিস্তৃর্ণ এলাকার আবালবৃদ্ধবনিতাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। ১৯৯১ সালে প্রথম যখন ধলাইর জনগণের ভোটে নির্বাচিত হই, তখন থেকেই আমার জীবনের একটাই আকাঙ্খা, অভিলাষ ও সংকল্প ছিল যদি কোনও দিন ঈশ্বর সুযোগ দেন তাহলে ধলাইর রাস্তাঘাটের আমূল পরিবর্তন করব। ঈশ্বর আমার সেই অভিলাষ পূর্ণ করেছেন। অন্ততঃ ধলাইর জনগণের বেহাল সড়ক দুর্ভোগ অনেকটাই লাঘব করতে সক্ষম হয়েছি। এটাই আমার ৩০ বছরের রাজনৈতিক জীবনের বড় প্রাপ্তি এবং মানসিক আত্মসন্তুষ্টি বলে জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

    পালই-দার্বি-বড়জালেঙ্গা (পিডিবি) ডাবল লেন সড়ক যান চলাচলের জন্য খুলে দিয়েছেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

    পরে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিভাগীয় ইঞ্জিনিয়ার ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে ৩৩.৪২ কোটি টাকা ব্যয়ে ১৭.৪০০ কিলোমিটার দৈর্ঘ্যের ডাবল লেনের ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সড়ক নির্মাণের বরাদ্দ অর্থরাশি  ও সড়কের দৈর্ঘ্য ইত্যাদি নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পূর্ত বিভাগের সোনাই ধলাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার আকবর হোসেন মজুমদার। ে ছাড়াও বক্তব্য রাখেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, দার্বি চা বাগানের ম্যানেজার সুকেশ সিং, সড়ক নির্মাণ কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার গৌতম কনস্ট্রাকশনের কর্ণধার বিনোদ সিঙ্ঘি, বিজেপি নরসিংহপুর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক কমলেশ দাশ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের অতিরিক্ত মুখ্য বাস্ত্তকার বিজয়কুমার শর্মা, এসডিও শৈবাল দত্ত, পম্পী নাথ চৌধুরী, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মী যাদব, ধলাই জিপি সভাপতি ভূষন পাল, সীতাংশু দাস, প্রসেনজিৎ কর, আদিত্য দেব, কৃপেশ ঘোষ, সুশীল ধর, সুবোধ দাশ, জয়ন্ত দত্ত, পৃথ্বীশ দাশ সহ বিভিন্ন জিপি’র পঞ্চায়েত প্রতিনিধিরা।

    Published:

    Follow TIME8.IN on TWITTER, INSTAGRAM, FACEBOOK and on YOUTUBE to stay in the know with what’s happening in the world around you – in real time

    First published

    ট্ৰেণ্ডিং