শিলচর, ১১ নভেম্বর : প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আসন্ন দীপাবলি উদযাপনের সময় নির্ধারিত ডেসিবেল সীমার মধ্যে থাকা কিছু বাজি-পটকা ব্যবহারের অনুমতি দিয়েছে।শিলচরে পর্ষদের আধিকারিকরা স্থানীয় বাজার থেকে বাজি-পটকা সংগ্রহ করে এবং সেগুলি তদন্তের পরে কিছু সামগ্রী বিক্রি ও ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেসি এবং প্রশাসন শাখা এবং আরএলও-র আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীকে একটি চিঠি জারি করে জানিয়েছেন, এই বাজি-পটকা বাজারে দীপাবলি উৎসব উদযাপনের আগে সাময়িকভাবে বিক্রয় ও সংরক্ষণের অনুমতি দেওয়া হবে। এক্সপ্লোসিভ অ্যাক্ট-২০০৮ এর অধীনে শর্তাদি মেনে চলে, পরিবেশ সুরক্ষা তৃতীয় সংশোধনী বিধি ২০০৬ এর অধীনে এবং ভারত সুরক্ষা আইন ১৯৮৬ এর অধীনে কোভিড ১৯এর বিধিনিষেধ ইত্যাদি কঠোর ভাবে মেনে চলার বাজি-পটকা বিক্রি ও ব্যবহার করতে হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, সুপ্রিম কোর্ট গত ১৮ জুলাই, ২০১৫ রাত ১০টা থেকে সকাল ৬টা অবধি বাজি-পটকা ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, বাজি-পটকা ব্যবহার করার পয়েন্ট থেকে চার মিটার দূরত্বে ১২৫ ডিবি (এ 1) বা ১৪৫ (সি) পিকে মাত্রা ছাড়িয়ে শব্দ সৃষ্টিকারী পটকার উৎপাদন, বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।