করোনা আবহে কঠোর পদক্ষেপ মনিপুরে, জিরিবাম প্রবেশে নিষেধাজ্ঞা
শিলচর, ২০ এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে মনিপুর সরকার। আন্তরাজ্য সীমান্তের জিরিবাম জেলায় প্রবেশ করতে কঠোর নীতি নিয়ম মানতে হচ্ছে। কাছাড় জেলার জিরিঘাট এবং মনিপুরের জিরিবাম জেলার মধ্যে মাত্র একটি সেতুর ব্যবধান রয়েছে। জিরিঘাট এবং জিরিবামের সম্পর্ক একেবারে প্রতিবেশীদের মত। বর্তমানে করোনা ভাইরাসের ভয়াবহতা দেখা দেওয়ায় মনিপুর সরকার কঠোর নীতি নির্দেশনা জারি করেছে। জিরিবাম জেলায় নৈশ কার্ফু জারি করা হয়েছে। রাত সাতটা থেকে ভোর পাচটা পর্যন্ত নৈশ কার্ফু চলছে। এই সময়ের মধ্যে কোনও রকম চলাচলে নিষেধ করা হয়েছে।
যদি কেউ বিশেষ কারণে জিরিবামে প্রবেশ করতে চায়, তবে করোনা টেষ্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। সেই রিপোর্ট আবার ৭২ ঘন্টার ভিতরে পরীক্ষা করানোর হতে হবে। ৭২ ঘন্টার উর্ধ্বে হলে সেই রিপোর্ট গ্রাহ্য হবে না। মূল কথা হল জিরিবামে প্রবেশ করতে পারবেন না। অথচ জিরিবামের সেই চেক পোষ্টে করোনা টেষ্টের কোনও সুবিধা নেই। এমনকি জিরিঘাটেও করোনা টেষ্টের কোনও ব্যবস্হা নেই। তবু জিরিবাম সেতুর উপর ২৪ ঘন্টা চেকপোস্ট লাগিয়ে রেখেছে মনিপুর পুলিশ।
আরো দেখুন : সোনাই, রাতাবাড়ি সহ রাজ্যের চার বুথে শান্তিপূর্ণভাবে পুনর্ভোট চলছে