শিলচর ২৩ জানুয়ারিঃ এআইইউডিএফ নেতা তথা জমিয়ত উলামার রাজ্য সভাপতি সাংসদ বদরুদ্দিন আজমলের বড়ভাই ফকরউদ্দিন আজমল দুবাইয়ে করোনা আক্রান্ত হয়ে সংকটজনক থাকায় আজমলের দুদিনের বরাক সফরসূচি বাতিল করা হয়েছে।ইউডিএফ জেলা সভাপতি সামিনুল হক বড়ভুইয়া এ খবর জানিয়ে বলেছেন দলনেতার পরবর্তী সফরসূচি পরে জানানো হবে। শনিবার সকালেই বদরুদ্দিন আজমল দুবাইর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
আরো দেখুন : ডাম্পিং গ্রাউন্ড থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ কলেজ পড়ুয়াদের